আবুল কাশেম রুমন: [২] সিলেটের বিয়ানীবাজার সীমান্তে মসজিদ নির্মাণ কাজে ভারতীয় বিএসএফের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর কাছে উত্তেজানা বিরাজ করছে।
[৩] জানা যায়, বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় এলাকাবাসী মসজিদ নির্মাণ কাজ কারাচ্ছেন, এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা প্রদান করলে এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা যায়। বিষয়টি নিয়ে বাংলাদেশ বিজিবি ও বিএসএফের পাতাক বৈঠকের চেষ্ঠা চলছে।
[৪] মঙ্গলবার (২৩ মার্চ) থেকে ইতোমধ্যে বিজিবি বাংলাদেশের সামীন্ত এলাকায় ব্যাপক নজরদারি বৃদ্ধি করেছে বলে জানা যায়। তবে, বিএসএফ নো- ম্যান্স ল্যান্ডের বাষ্কার বানিয়ে জিরো লাইনের ১৫০ গজের ভেতরে প্রবেশ করেছে।
[৫] বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার ১৩৫৭ নম্বর পিলারের ভেতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের ২০০ বছরের পুরানো কেন্দ্রীয় জামে মসজিদের পাকা ভবনটি অতন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী নতুন করে নির্মাণের উদ্যোগ দেন। এ নিয়ে এলাকাবাসী ২০১৮ সালে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রামবাসী নেওয়ার পর তারা বিজিবির সহযোগীতা চেয়ে ছিলেন। তৎকালিন বিজিবি ৩২ ব্যাটালিয়ানের কামান্ডার বিএসএফের কমান্ডারের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলে এলাকাবাসী নির্মাণের কাজ শুরু করেন বলে জানান। হঠাৎ বিএসএফ মসজিদ নিমাণ কাজে বাধা প্রদান করায় এলাকাবাসীর ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজানা বিরাজ করেছে বলে জানা গেছে। সম্পাদনা: হ্যাপি