কূটনৈতিক প্রতিবেদক:[২] মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩] এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অফ অনার প্রদান করা হয়।
[৪] বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
[৫] লোটে শেরিং ২৪ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় অংশ নিবেন।
[৬] ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এবং এ সফরে উভয় দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
[৭] উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে।