শিরোনাম
◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাম থেকে পায়ে ও মোজায় দুর্গন্ধ ? আর নয় লজ্জা, মাত্র কয়েক মিনিটে দূর হবে জুতা-মোজার দুর্গন্ধ

ডেস্ক রিপোর্ট : বর্ষায় যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় তার মধ্যে একটি হল জুতা-মোজার দুর্গন্ধের সমস্যা। অফিসে যেতে ফর্মাল পোশাকের সঙ্গে মোজা-জুতা না পরে উপায় নেই। অন্যদিকে বর্ষায় এই পা ঘামছে আবার এই বৃষ্টিতে ভিজছে। ফলাফল- সারাদিনের ঘর্মাক্ত চটচটে মোজা খুললেই দুর্গন্ধ।

যাদের খুব বেশি পা ঘামে এবং মোজায় দুর্গন্ধ হয় তারা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। কোথাও গিয়ে জুতা খুলতে লজ্জা পান আবার পা ঘামার কারণে সারাক্ষণ জুতা পরেও থাকতে পারেন না। তবে লজ্জা পেয়ে তো আসলে লাভ নেই। কিছু উপায় জানা থাকলে দূর করা সম্ভব বাজে এই দুর্গন্ধ-

কেন হয় এমন দুর্গন্ধ?

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, আমাদের হাত-পায়ের তালুতে প্রচুর স্নায়ু থাকে। গরম কিংবা ঢাকা থাকলে এই সব স্থান অতিরিক্ত ঘামে। তবে ঘাম হলে তা অকারণে রোধ করার চেষ্টা করা ঠিক নয়। জোর করে ঘাম আটকালে তা দেহের অভ্যন্তরে নানা সমস্যা তৈরি করে।

কিভাবে দূর করবেন এই দুর্গন্ধ?

তার কয়েকটি উপায় রয়েছে। যেমন নুন জলের ব্যবহার। সাধারণত মোজা বা পা থেকে যে দুর্গন্ধ বের হয় তার কারণ ছত্রাক বা ব্যাকটেরিয়া। তাই প্রতিদিন বাড়ি ফিরে হালকা গরম জলে নুন ঢেলে মিনিট ১৫ পা ডুবিয়ে রাখুন। নিয়মিত করুন। দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন সহজেই।

বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাই পয়ের দুর্গন্ধ দূর করার কাজে। প্রথমে পা দু’টো ভাল করে পরিষ্কার করে, পায়ে সামান্য বেকিং সোডা ভাল করে ঘষে নিন। কিছুক্ষণ এভাবে রেখে এবার মোজা পরুন। এতে ঘাম হবে না। এবং দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া যাবে। জুতোর মধ্যেও একটু ছড়িয়ে রাখতে পারেন।

 

সুতির মোজা ব্যবহার করুন। ঘাম কম হবে। ফলে গন্ধ হবে না। প্রতিদিন বাড়ি ফিরে পা পরিস্কার করুন। এবং রাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন পায়ে।

সপ্তাহে দু'দিন জুতো রোদে দিন। আর এক মোজা দু'দিন ব্যবহার করবেন না। হাতের সামনে দু'জোড়া মোজা রাখুন। প্রতিদিন এক জোড়া মোজা ধুয়ে দিন।

সূত্র- নিউজ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়