শরীফ শাওন: [২] মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) জানায়, বুধবার ঢাকা জেলা, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙাইল ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের অর্থ ফেরত কার্যক্রম পরিচালিত হবে।
[৩] এর আগে সোমবার বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের ১ নং ভবনের ৩য় তলা, ২০৮ নম্বর কক্ষ থেকে চেক আকারে এ অর্থ প্রদান করা হবে।
[৪] বৃহস্পতিবার ঢাকা মহানগরের শিক্ষার্থীদের অর্থ ফেরত কার্যক্রম পরিচালিত হবে, মঙ্গলবার ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের অর্থ ফেরত কার্যক্রম পরিচালিত হয়।
[৫] বোর্ড জানায়, চেক গ্রহণের পর তাতে কোন ত্রুটি থাকলে সাত কর্মদিবসের মধ্যে হিসাব শাখা থেকে সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার অধিকারপ্রাপ্ত শিক্ষক অফিস চলাকালীন সময় চেক গ্রহণ করতে পারবেন।