শিরোনাম
◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে শরণার্থী শিবির থেকে অপহৃত উদ্ধার, দুই রোহিঙ্গা গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবির থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।এঘটনায় দুই রোহিঙ্গা অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

[৩] সোমবার দুপুরে হ্নীলা ইউপি নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার অপহরণকারী হলেন- টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবেরর এইচ-ব্লকের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) ও একই ক্যাম্প ও ব্লকের জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের(২৫)।

[৫] অপহৃত উদ্ধার সাইফুল ইসলাম(৩২) হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে।এপিবিএন পুলিশের দাবী গ্রেপ্তার দুই রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য।

[৪] ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে হ্নীলা ইউপি নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের এইচ-ব্লকের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুলকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।অভিযানের মুখে দুর্বৃত্তরা সাইফুলকে নয়াপাড়া নিবন্ধিত শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

[৫] তিনি আরো বলেন, দুপুরে উদ্ধার ব্যক্তিকে সঙ্গে নিয়ে নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারিকে নিজেদের বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপহরণসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়