শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিদর্শন করতে গিনেজ বুকের প্রতিনিধিরা আজ বগুড়া যাচ্ছেন

সালেহ্ বিপ্লব: [২] শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রকল্পটি পরিদর্শন করতে বগুড়া যাচ্ছে 'গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড বুক' প্রতিনিধি দল।

[৩]  অনুষ্ঠানটি কাভার করতে ঢাকা থেকে ভোর ৭ টায় রওয়ানা করেছেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। টিমের সদস্য ইকরামুল কবীর টিপু জানান, দলে ৩০ জন সাংবাদিক রয়েছেন।

[৪] ধানের চারায় বঙ্গবন্ধুর মুখচ্ছবি ফুটিয়ে তোলার কাজ চলছে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে। ১২০ বিঘা কৃষি জমিতে গত ২৯ জানুয়ারি ধানের চারা রোপণের মধ্যে দিয়ে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণের কাজ  শুরু হয়।

[৫]  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক উচ্চ ফলনশীল দুই ধরনেরর ধানের চারা রোপণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের উদ্যোক্তা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ।

[৬] গত ৪ ফেব্রুয়ারি শস্য রোপন কাজ শেষ হয়েছে। দু’সপ্তাহের মধ্যেই শস্যচিত্রে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর মুখ। এ প্রকল্পের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম জানান, গত মাসেই তারা গিনেজ বুক অব রেকর্ডে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি পাঠিয়েছেন। এরপরই গিনেজ প্রতিনিধিরা প্রকল্প পরিদর্শনের দিন তারিথ চূড়ান্ত করেন।

[৭] উদ্যোক্তারা জানান,  গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে এর আগে চীনে ২০১৯ সালে তৈরি করা শস্য চিত্র, যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। বগুড়ার গ্রাম বালেন্দায় যে বঙ্গবন্ধুর শস্যচিত্রটির আয়তন হবে ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গ মিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়