শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিদর্শন করতে গিনেজ বুকের প্রতিনিধিরা আজ বগুড়া যাচ্ছেন

সালেহ্ বিপ্লব: [২] শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রকল্পটি পরিদর্শন করতে বগুড়া যাচ্ছে 'গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড বুক' প্রতিনিধি দল।

[৩]  অনুষ্ঠানটি কাভার করতে ঢাকা থেকে ভোর ৭ টায় রওয়ানা করেছেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। টিমের সদস্য ইকরামুল কবীর টিপু জানান, দলে ৩০ জন সাংবাদিক রয়েছেন।

[৪] ধানের চারায় বঙ্গবন্ধুর মুখচ্ছবি ফুটিয়ে তোলার কাজ চলছে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে। ১২০ বিঘা কৃষি জমিতে গত ২৯ জানুয়ারি ধানের চারা রোপণের মধ্যে দিয়ে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণের কাজ  শুরু হয়।

[৫]  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক উচ্চ ফলনশীল দুই ধরনেরর ধানের চারা রোপণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের উদ্যোক্তা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ।

[৬] গত ৪ ফেব্রুয়ারি শস্য রোপন কাজ শেষ হয়েছে। দু’সপ্তাহের মধ্যেই শস্যচিত্রে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর মুখ। এ প্রকল্পের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম জানান, গত মাসেই তারা গিনেজ বুক অব রেকর্ডে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি পাঠিয়েছেন। এরপরই গিনেজ প্রতিনিধিরা প্রকল্প পরিদর্শনের দিন তারিথ চূড়ান্ত করেন।

[৭] উদ্যোক্তারা জানান,  গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে এর আগে চীনে ২০১৯ সালে তৈরি করা শস্য চিত্র, যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। বগুড়ার গ্রাম বালেন্দায় যে বঙ্গবন্ধুর শস্যচিত্রটির আয়তন হবে ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গ মিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়