শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৬:২৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর পদ্মায় দেখা মিলছে কালা ঘাড় ডুবরি পাখি

মঈন উদ্দীন: [২] (ইষধপশ-হবপশবফ এৎবনব) এরা খাবার সংগ্রহের জন্য একাধিক কৌশল ব্যবহার করে। এই প্রজাতিটি আফ্রিকা, ইউরেশিয়া এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে রয়েছে। তবে কালা ঘাড় ডুবরিরা মিঠা পানিতে বিচরণ করে।

[৩] পাখিটি মূলত পরিযায়ী শ্রেণির। কালা ঘাড় ডুবুরিকে রাজশাহীর পদ্মায় প্রথম দেখা মিলে ২ বছর আগে। এরপর ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে পুনরায় দেখা মিলে।

[৪] এরই ধারাবাহিকতায় এ বছর শীতে পদ্মায় খাবারের সন্ধানে ছুটে আসে কালা ঘাড় ডুবরি। তবে সংখ্যায় খুবই কম। ফলে এটির দেখা পাওয়ায় দুঃস্কর হয়ে পড়ে। এই পাখিটির দৈর্ঘ্য ২৮-৩৪ সেন্টিমিটার। প্রসারিত ডানা ৫৮ সেন্টিমিটার। গড় ওজন ৩৬০ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখি দেখতে অভিন্ন। কপাল, মাথার তালু ও ঘাড় কুচকুচে কালো। মাথা খাড়া। কান পশম সোনালি-হলুদ, যা চোখের পেছন দিক থেকে শুরু করে ঘাড়ের ওপর গিয়ে ঠেকেছে।

[৫] তবে এই দুর্লভ পাখিটির ছবি তুলতে নেমে পড়েন সৌখিন পাখির ছবি সংগ্রহকারী অনিক মাহমুদ ইমন। শেষে নানা প্রচেষ্টায় গত ২ মার্চ তিনি ক্যামেরাবন্দি করেন কালা ঘাড় ডুবরির ছবি। একটি দল ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে পদ্মায় ঘুরে ঘুরে এই পাখিটির দেখা পান তিনি। অনিক মাহমুদ ইমন জানান, কয়েক ঘন্টা ঘুরার পরে পাখিটির দেখা পান তিনি। কিন্তু যখন দেখতে পান, তখনোই ডুব দিয়ে মাছ শিকারের জন্য পানির নিচে হারিয়ে যাচ্ছিল পাখিটি। শেষে কয়েকটি ক্লিকে ধরা পড়ে পাখিটির ছবি।

[৬] তিনি আরও জানান, এই কালা ঘাড় ডুবুরি হলো জল পাখির গ্রীব পরিবারের সদস্য। এর মাথা, ঘাড়সহ উপরের বাকী অংশগুলি কালো বর্ণের, শরীরের বাকি অংশ সাদা রঙের। কিশোর পাখির গায়ে বাদামি বর্ণ থাকে। পাখিটি হাঁস আকৃতির হলেও ঠোঁট চেপ্টা নয়, সুচালো। নিজ বাচ্চাদের নিরাপদ রাখতে পিঠে চড়িয়ে জলে ভেসে বেড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়