শিরোনাম
◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি জালিয়াতির জেরে উপসচিবসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে ইসির মামলা

ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে একজন উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুষ্টিয়ায় এক ব্যক্তির পুরো পরিবারের সদস্যদের নামে ভুয়া এনআইডি দিয়েছিলেন তারা। রোববার (৭ মার্চ) মাঠ পর্যায় থেকে পাঠানো এ সংক্রান্ত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ভোটার তালিকা আইনের ২০ ধারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ২৪, ৩৩ ও ৩৫ ধারা; পেনাল কোডে ১০৯, ৪২০, ৪৬৮ ধারা ও জাতীয় পরিচয়পত্র আইনের ১৭ ও ১৮ ধারায় মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন- ফরিদপুর জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, কুষ্টিয়ার সদর থানার নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, মাগুরা সদরের থানা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস ও অফিস সহকারী জি এম সাদিক।

এদের মধ্যে ছামিউল আলমের বিরুদ্ধে কুমারখালী থানায় এবং অন্য চারজনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

তার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে- এমএমএ ওয়াদুদ, পিতা- মৃত আব্দুল হাকিম, সাং-১১০, এনএস রোড কুষ্টিয়া ও তার পরিবারের সদস্যদের নাম-তথ্যাদি ধারণ করে জালিয়াতির মাধ্যমে ছয়জন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র গ্রহণের অভিযোগ সংক্রান্ত বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে ওই কর্মকর্তাদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের ভুয়া এনআইডি তৈরি করে একটি চক্র ওয়াদুদের জমি বিক্রি করে দেয়। ওয়াদুদ বিষয়টি জানার পর ইসিতে অভিযোগ দিলে তদন্তের পর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এনআইডি জালিয়াতি নিয়ে বড় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘটনা এটাই প্রথম। - জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়