শিরোনাম
◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

 রিপন মিয়া :[২]  নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয়  পণ্য আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। বুধবার (৩ মার্চ) দুপুরে জেলার কলামাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বনবেড়া এলাকা হতে এই পণ্য জব্দ করা হয়।
[৩]  এসময় ভারতীয় এ্যাংকর বুট, চাউল ও চিনি জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৮৯ লক্ষ ২ হাজার টাকা হবে বলেও জানায় বিজিবি।শনিবার (৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক এ এস এম জাকারিয়া।
[৪] প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, নেত্রকোণা ব্যাটালিয়ন(৩১বিজিবি)-এর কলমাকান্দা উপজেলার ৬ নং খারনই ইউনিয়নে অবস্থিত কচুগড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান-এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার  হতে   বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন নামক স্থানে অভিযান চালায়।এসময় সীমান্ত পিলার  হতে  বাংলাদেশের অভ্যন্তরে বনবেড়া নামক স্থান হতে সর্বমোট ১৩,৪৫০ কেজি ভারতীয় এ্যাংকর বুট আটক করা হয়।
[৫] এছাড়াও একই বিওপি কমান্ডার কর্তৃক শুক্রবার (৫ মার্চ) দুপুরে সীমান্ত পিলার  বাংলাদেশের অভ্যন্তরে কচুগড়া নামক স্থান হতে ৩,৯০০ কেজি ভারতীয় চাউল এবং ৩৫০ কেজি ভারতীয় চিনি আটক করা হয়।আটককৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।অভিযান পরিচালনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়