ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে পপির চাষ। বেশি লাভের আশায় বুঝে না বুঝে অনেক কৃষকই ঝুঁকছেন পপির আবাদে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিরুৎসাহ করা হলেও তা কাজে আসেনি। আর প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, শিগগিরই নষ্ট করা হবে পপির গাছ। চ্যানেল২৪
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার কৃষক আবু নাছের। না জেনেই দুই বিঘা জমিতে করেছেন পপির চাষ।
আবু নাছেরের মতো অনেক কৃষকই ঝুঁকছেন পপির আবাদে। অল্প খরচে বেশি লাভের আশায় চাষ করলেও নেতিবাচক দিক জেনে ক্ষেত ধ্বংসের কথা বলছেন অনেকেই।
স্থানীয় কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইনছান আলী বলছেন, নিরুৎসাহিত করা হলেও তা কাজে আসেনি। এদিকে, প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলছেন, দ্রুত সময়ের মধ্যে নষ্ট করা হবে পপি গাছগুলো।
দ্রুত সময়ের মধ্যে পপির গাছগুলো ধ্বংসের তাগিদ দিয়েছেন এলাকাবাসীও।