শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:১৫ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ আটক ২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে বস্তা ও শপিং ব্যাগের ভেতর থেকে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‍্যাব-১৫।

[৩] শনিবার (৬ মার্চ) ভোররাতে সদর ইউপি বরইতলী এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৪] আটকরা হলেন- টেকনাফ সদর ইউপি উত্তর লম্বরী এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে শামসুল আলম (৩০) একই এলাকার ফজল আহমেদের ছেলে জামাল হোসেন (৩৬)।

[৪] শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

[৫] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর ইউপি বরইতলী এলাকার বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে সড়কের উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিংব্যাগ তল্লাশী করে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়