শিরোনাম
◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:১৫ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ আটক ২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে বস্তা ও শপিং ব্যাগের ভেতর থেকে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‍্যাব-১৫।

[৩] শনিবার (৬ মার্চ) ভোররাতে সদর ইউপি বরইতলী এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৪] আটকরা হলেন- টেকনাফ সদর ইউপি উত্তর লম্বরী এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে শামসুল আলম (৩০) একই এলাকার ফজল আহমেদের ছেলে জামাল হোসেন (৩৬)।

[৪] শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

[৫] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর ইউপি বরইতলী এলাকার বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে সড়কের উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিংব্যাগ তল্লাশী করে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়