শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:০১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো চাকরির লোভ দেখিয়ে বাসায় ডেকে প্রেমিকাকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২০) নামে এক তরুণকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যায় মোংলার উপজেলার আন্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার এক গ্রামের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মোংলায় নিজ বাড়িতে যেতে বলেন ওই তরুণ।

‘এরপর গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান ওই তরুণী। এরপর রাতে তাকে বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুণী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষণিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান পুলিশ সুপার। পাশবিক নির্যাতনের শিকার ওই তরুণীকে সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ।’

ওই তরুণীর দেয়া তথ্য মতে, পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তিন ঘণ্টার মধ্যে জুয়েল শেখকে মোংলা নিজ এলাকা থেকে আটক করে মোংলা থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইকবাল বাহার। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়