শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:০১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো চাকরির লোভ দেখিয়ে বাসায় ডেকে প্রেমিকাকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২০) নামে এক তরুণকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যায় মোংলার উপজেলার আন্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার এক গ্রামের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মোংলায় নিজ বাড়িতে যেতে বলেন ওই তরুণ।

‘এরপর গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান ওই তরুণী। এরপর রাতে তাকে বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুণী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষণিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান পুলিশ সুপার। পাশবিক নির্যাতনের শিকার ওই তরুণীকে সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ।’

ওই তরুণীর দেয়া তথ্য মতে, পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তিন ঘণ্টার মধ্যে জুয়েল শেখকে মোংলা নিজ এলাকা থেকে আটক করে মোংলা থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইকবাল বাহার। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়