শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:০১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো চাকরির লোভ দেখিয়ে বাসায় ডেকে প্রেমিকাকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২০) নামে এক তরুণকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যায় মোংলার উপজেলার আন্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার এক গ্রামের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মোংলায় নিজ বাড়িতে যেতে বলেন ওই তরুণ।

‘এরপর গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান ওই তরুণী। এরপর রাতে তাকে বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুণী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষণিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান পুলিশ সুপার। পাশবিক নির্যাতনের শিকার ওই তরুণীকে সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ।’

ওই তরুণীর দেয়া তথ্য মতে, পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তিন ঘণ্টার মধ্যে জুয়েল শেখকে মোংলা নিজ এলাকা থেকে আটক করে মোংলা থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইকবাল বাহার। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়