আজিজুল ইসলাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর স্কুল এ্যন্ড কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিক আলহাজ্ব আব্দুর রউফ মোল্লা।
রায়পুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে খেলা উদযাপন কমিটির আহ্বায়ক ইউনুছ আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বিশ্বাস, টিপু সুলতান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ শেখ প্রমুখ।
উদ্বোধনী খেলায় বাঘারপাড়ার খানপুর শহীদ নজির আহম্মেদ স্মৃতি সংঘ ক্রিকেট দল ও যশোর সদরের নঙ্গড়পুর ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দিতা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ১’শ বলের এ টুর্ণামেন্ট আয়োজন করা হয়।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে বর্ষিয়ান রাজনীতিক আলহাজ্ব আব্দুর রউফ মোল্লাকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় রাজনীতিকরা। আওয়ামীলীগের দু:সময়ের এই দাপুটে রাজনীতিক দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। বর্তমান রাজনীতির সাথে অনেকটা ‘বেমানান’ আব্দুর রউফ মোল্যাকে দীর্ঘ দিন ধরে দেখা যায়নি দলীয় কোন সভা সমাবেশে অংশ নিতে।
দীর্ঘদিন পর কোন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে বেশ খুশি নব্বই-উর্ধ্ব বঙ্গবন্ধুর আদর্শের এই বর্ষিয়ান রাজনীতিক। একই সাথে তিনি অনুষ্ঠানের উদ্যোক্তা যশোর জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।