শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডে ভূমিকম্প ও সন্ত্রাসীদের হুমকির পরও নিরাপদে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

রাহুল রাজ: [২] জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। দেশটির উত্তর অংশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ২৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর জারি হয়েছে সুনামি সতর্কতা।

[৩] তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থান করছে। তবে বাংলাদেশ নিরাপদেই রয়েছে বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা টিম লিডার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই প্রতিনিধিকে তিনি জানান, ক্রাইস্টচার্চে সেই নূর মসজিদে আবারও হামলার হুমকি কিংবা নর্থ আইল্যান্ডে পরপর তিনটি ভূমিকম্পের খবরে চিন্তিত নয় বাংলাদেশ দল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ক্রাইস্টচার্চ ৬৬৩ কিলোমিটার দূরে। এখানে মৃদু কম্পন অনুভূতি হলেও দলের কোনো সমস্যা হয়নি। এখানে কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি।

[৪] দুই সপ্তাহ আগে ক্রাইস্টচার্চের মসজিদে আবার হামলার হুমকির ব্যাপারে জালাল ইউনুস বলেন, গত বৃহস্পতিবার হামলার হুমকিদাতা দুই সন্ত্রাসীকে নিউজিল্যান্ড পুলিশ গ্রেফতার করেছে। বাংলাদেশ দলকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। এছাড়া নিউজিল্যান্ড সরকার এবং কিউই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বাংলাদেশ দলকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

[৫] উল্লেখ্য, ২০১৯ সালে ক্রাইস্টচার্চের মসজিদে অস্ত্রধারীর হামলার সময় বাংলাদেশ ক্রিকেট দল সেখানে অবস্থান করছিল। যে মসজিদ দুটিতে হামলা হয়, তার একটিতেই অনুশীলন শেষে জুম’আর নামাজের জন্য যাচ্ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা। ভাগ্যজোরে সেদিন সেই হামলার কবল থেকে রক্ষা পায় বাংলাদেশ দলের সদস্যরা। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়