শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় প্রখর রোদ থেকে মুক্তি পেতে খোলা আকাঁশের নীচে নামাজ

ফরিদপুর প্রতিনিধি: [২] প্রখর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। মাঠে নষ্ট হচ্ছে ফসল। গরমের তীব্রতা এতটাই যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না কেউ। বাতাস গরম হওয়ায় গাছের ছায়া আর ফ্যানের নিচে থেকে বসেও শান্তির দেখা মিলছে না। এমন অবস্থা থেকে মুক্তি পেতে ও বৃষ্টির জন্য প্রচণ্ড রোদের মধ্যে ফরিদপুরের সালথায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেন এলাকাবাসী।

[৩] শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোলা আকাঁশের নীচে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লীরা অংশ গ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নিছারুদ্দীন মোল্যা।

[৪] এর আগে উপস্থিত মুসল্লীদের ইসতিসকার নামাজ আদায়ের নিয়ম-কানুন শিখিয়ে দেন ইমাম। উপস্থিত মুসল্লীরা জানান, প্রচণ্ড গরম আর রোদে অতিষ্ট হয়ে যাচ্ছি আমরা। মাঠে আমাদের বিঘার পর বিঘা জমির পাট পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থায় বৃষ্টি না হলে জমির পাট পুড়ে ছাই হয়ে যাবে।

[৫] তারা আরও বলেন, বিপদ-আপদে আমরা মহান আল্লাহকে স্বরণ করি। মহান আল্লাহ্ রহমত না করলে চলমান তাপদাহ থেকেও আমরা মুক্তি পাবো না। তাই আজকে বিশেষ নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। পাশাপশি জমির ফসল বাঁচাতে বৃষ্টি জন্য আল্লাহর রহমত চেয়েছি। আল্লাহ্ রহমত করলে বৃষ্টি বর্ষণ হবে বলে আশা করি।

[৬] উল্লেখ্য, এবার সালথা উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে সোনালী আশ পাট আবাদ করছেন কৃষকরা। প্রচণ্ড রোদ আর গরমে কৃষকদের ক্ষেতের সেই পাট ঝুঁকিতে পড়েছে। আর কয়েকদিন এমন আবহাওয়া থাকলে জমির পাট পুড়ে ছাই হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়