শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী দলের ক্রিকেটার বিসমাহ মারুফ। সাবেক এই অধিনায়ক জাতীয় দল থেকে অবসর নিলেও লিগ ক্রিকেট খেলবেন। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের জার্সিতে ২০০৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং ২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বিসমাহর। ১৭ বছর ক্যারিয়ারে দেশের হয়ে ২৭৬ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। ব্যাট থেকে এসেছে ৬২৬২ রান এবং বল হাতে শিকার করেছেন ৮০ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৩৩টি ফিফটি করেছেন বিসমাহ।

পিসিবি থেকে প্রকাশিত বিবৃতিতে বিসমাহ বলেন, আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন।

পিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই। আমি পিসিবির কাছ থেকে অমূল্য সমর্থন পেয়েছি। তারা আমার জন্য প্রথমবারের মতো মাতা-পিতাসংক্রান্ত পলিসি গ্রহণ করেছেন। তাতে মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।

২০০৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং অভিষেক হয়েছিল বিসমাহ মারুফের। ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৩টি ফিফটিসহ ৬,২৬২ রান করেছেন এবং বোলিংয়ে ৮০টি উইকেট শিকার করেছেন। সূত্র: চ্যানেল২৪

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়