শিরোনাম
◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইবার ধর্ষণের শিকার অরিন এখন ‘কুইন অব গানস’

রাশিদ রিয়াজ : ইসরায়েলের এই নারী অরিন জুলির বয়স ২৬ বছর। ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে নারীদের তিনি অস্ত্র হাতে তুলে নেওয়ার আহবান জানিয়েছেন। ইসরায়েলী নাগরিকদের একাধিক অস্ত্র সংগ্রহে লাইসেন্স পাওয়ার সুযোগ আছে। অরিন অনলাইনে একটি বন্দুকের দোকান চালান। গুলিও বিক্রি করেন। তিনি বলেন নারীদের ধর্ষকদের হাত থেকে বাঁচতে অস্ত্র সংগ্রহে তার আবেদন স্থানীয় সরকারের কানে পৌঁছাবে বলে আশা করি। অকপটে স্বীকার করে অরিন জানান মাত্র ৮ বছর বয়সে ধর্ষণের শিকার হন তিনি। এক বয়স্ক মানুষ তার এ সর্বনাশ করে। এ ঘটনায় অরিন এতটাই ভেঙ্গে পড়েন যে তার নিজের ওপর আস্থা হারিয়ে ফেলেন। কয়েকজন বন্ধুর সহায়তায় ফের তিনি ঘুড়ে দাঁড়ান।

অরিন বলেন বয়স্কদের তিনি আর বিশ্বাস করেন না। কিন্তু ১৫ বছর বয়সে তার ১৮ বছরের বন্ধুর হাতে তিনি ফের ধর্ষণের শিকার হন। এরপর অরিন একেবারেই ভেঙ্গে পড়েন। ঘরে একা একা সময় কাটাতে থাকেন। তার জীবনের সবকিছু তছনছ হয়ে যায়। পুলিশ, পরিবার বা বন্ধুদের কাউকে এ বিষয় জানাননি অরিন। কিন্তু ১৮ বছর বয়সে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন অরিন। সার্চ এন্ড রেসকিউ ইউনিটে যোদ্ধা হিসেবে ৩ বছর পেশাগত দায়িত্ব পালন করেন। কিভাবে গুলি চালাতে হয়, নিজেকে রক্ষা করতে হয় ক্রাভ মাগা প্রশিক্ষণে হাতে কলমে শেখেন অরিন। অরিন বলেন শিশুকালে খুব দুর্বল ছিলাম, আত্মবিশ্বাস একেবারেই ছিল না। দুনিয়ার কঠিন বাস্তবতা বুঝতাম না। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সে সাহায্য ইসরায়েলি সেনাবাহিনী আমাকে দিয়েছে। আমি এখন ব্যক্তিতে পরিণত হয়েছি। নিজেকে সক্ষম অনুভব করছি। আমি এখন কণ্ঠস্বর ব্যবহার করতে শিখেছি।

এমনকি ভালবাসার মানুষকে খুঁজে পেয়েছি যে তাকে বলে কারো সঙ্গে তেমন ব্যবহার কর, কেউ তোমার সঙ্গে যেরকম ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়