শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইবার ধর্ষণের শিকার অরিন এখন ‘কুইন অব গানস’

রাশিদ রিয়াজ : ইসরায়েলের এই নারী অরিন জুলির বয়স ২৬ বছর। ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে নারীদের তিনি অস্ত্র হাতে তুলে নেওয়ার আহবান জানিয়েছেন। ইসরায়েলী নাগরিকদের একাধিক অস্ত্র সংগ্রহে লাইসেন্স পাওয়ার সুযোগ আছে। অরিন অনলাইনে একটি বন্দুকের দোকান চালান। গুলিও বিক্রি করেন। তিনি বলেন নারীদের ধর্ষকদের হাত থেকে বাঁচতে অস্ত্র সংগ্রহে তার আবেদন স্থানীয় সরকারের কানে পৌঁছাবে বলে আশা করি। অকপটে স্বীকার করে অরিন জানান মাত্র ৮ বছর বয়সে ধর্ষণের শিকার হন তিনি। এক বয়স্ক মানুষ তার এ সর্বনাশ করে। এ ঘটনায় অরিন এতটাই ভেঙ্গে পড়েন যে তার নিজের ওপর আস্থা হারিয়ে ফেলেন। কয়েকজন বন্ধুর সহায়তায় ফের তিনি ঘুড়ে দাঁড়ান।

অরিন বলেন বয়স্কদের তিনি আর বিশ্বাস করেন না। কিন্তু ১৫ বছর বয়সে তার ১৮ বছরের বন্ধুর হাতে তিনি ফের ধর্ষণের শিকার হন। এরপর অরিন একেবারেই ভেঙ্গে পড়েন। ঘরে একা একা সময় কাটাতে থাকেন। তার জীবনের সবকিছু তছনছ হয়ে যায়। পুলিশ, পরিবার বা বন্ধুদের কাউকে এ বিষয় জানাননি অরিন। কিন্তু ১৮ বছর বয়সে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন অরিন। সার্চ এন্ড রেসকিউ ইউনিটে যোদ্ধা হিসেবে ৩ বছর পেশাগত দায়িত্ব পালন করেন। কিভাবে গুলি চালাতে হয়, নিজেকে রক্ষা করতে হয় ক্রাভ মাগা প্রশিক্ষণে হাতে কলমে শেখেন অরিন। অরিন বলেন শিশুকালে খুব দুর্বল ছিলাম, আত্মবিশ্বাস একেবারেই ছিল না। দুনিয়ার কঠিন বাস্তবতা বুঝতাম না। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সে সাহায্য ইসরায়েলি সেনাবাহিনী আমাকে দিয়েছে। আমি এখন ব্যক্তিতে পরিণত হয়েছি। নিজেকে সক্ষম অনুভব করছি। আমি এখন কণ্ঠস্বর ব্যবহার করতে শিখেছি।

এমনকি ভালবাসার মানুষকে খুঁজে পেয়েছি যে তাকে বলে কারো সঙ্গে তেমন ব্যবহার কর, কেউ তোমার সঙ্গে যেরকম ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়