শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে নতুন আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৬৩৫

শাহীন খন্দকার:[২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

[৩] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৭৬ জন, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে ৬ জন মারাগেছেন তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে এপর্যন্ত মারাগেছেন ৮ হাজার ৪৪১ জন । পুরুষ মারাগেছেন ৬ হাজার ৩৮১ জন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ২ হাজার ৬০ জন নারী মারাগেছেন মোট মৃত্যুর ২৪ দশমিক ৪০ শতাংশ।

[৪] বয়সভিত্তিক বিশ্লেষণে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬জনের মধ্যে ২১ থেকে ৩০ মধ্যে ১জন, পঞ্চাশোর্ধ্ব ১জন ও ষাটোর্ধ্ব ৪জন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২জন ও খুলনা বিভাগে ১জন।

[৫] দেশে কোভিড-১৯বৈশ্বিক মহামারির ৩৬৩তম দিনে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ)নমুনা সংগ্রহ ১৩ হাজার ৮৭৯ আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষায় ৬৩৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এপর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১ জনের, এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৬৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। সরকারী ব্যবস্থাপনায় এপর্যন্ত ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৪১২টি।

[৬] এপর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জন। আর সুস্থ্য হয়েছেন ৫লাখ ১১ হাজার ৪৪ জন । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়