শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিনে এবার আলুর বাম্পার ফলন

মনিরুজ্জামান: [২] এ বছর আবহাওয়া অনুকূল ও রোগবালাই কম থাকায় ভোলার বোরহানউদ্দিনে আলুর বাম্পার ফলন হয়েছে। ফলন বেশি ফলনে কৃষকও খুশি। তবে বিক্রি করতে গিয়ে হতাশ তারা। পাইকারি বাজারে দাম কম। অথচ খুচরা বাজারে আলুর দাম বেশি। তাদের আক্ষেপ ভোলা-রবিশাল সেতু হলে তারা ফসলের ন্যায্য মূল্য পেতেন।

[৩] উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর উপজেলায় ৭৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন ৩৫ থেকে ৪০ মেট্রিক টন। ভোলার বিভিন্ন উপজেলায় পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি। অথচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজিতে।

[৪] আলু চাষীরা বলছেন, সড়ক পথে যোগাযোগের অসুবিদায় অন্য জেলার পাইকাররা আসছে না। এলাকার পাইকাররা সিন্ডিকেট করে দাম কম বলছে।

[৫] বৃহস্পতিবার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কয়েকটি সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা হলে কয়েকজন কৃষক বলেন, ফসল ফলাই আমরা আর লাভবান হয় ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীরা।

[৬] তারা বলেন, ইরি ধানের মৌসুম চলছে। সার, পানি, চাষ ও চারাসহ বিভিন্ন উপকরণ প্রয়োজন হয়। এসব উপকরণের জোগান দিতে সব কৃষকই আলু বাজারে নিয়ে আসছেন। এতে কৃষক বাজার মূল্য কম পাচ্ছেন।

[৭] উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান রনি বলেন, এ বছর লক্ষ্যমাত্রার বেশি আলুর আবাদ ও বাম্পার ফলন হয়েছে।

[৮] উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, চলতি বছর রোগবালাই কম থাকা এবং বাংলাদেশ কৃষি গভেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি আলু ৯১ জাত (ক্যারোলাস) চাষ করায় আবাদ বেশি ও ফলন ভালো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়