শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ছাত্রলীগ নেতা ভিপি মিরু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে ভাষা শহীদ রফিক সড়কে আধ ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

[৩] উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ প্রতিবাদ সভায় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সহম্রাধিক লোক অংশ নেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহীনুর রহমান শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, নব-নির্বাচিত পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদরীন সুমি ও নিহত মিরুর বড় ভাই মো. রেজাউল করিম হিরু।

[৪] বক্তারা, ছাত্রলীগ নেতা মিরু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে হত্যাকারী সিংগাইর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা মো. দুলাল ও উপজেলা সড়ক পরিবহণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন আঙ্গুরসহ সকল আসামী এবং ইন্ধন দাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে ছাত্রলীগ কর্মীরা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।

[৫] উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার (১ মার্চ) দিবাগত গভীর রাতে ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বর সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় হামলার শিকার হন। মঙ্গলবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা হয়। পুলিশ এজাহার ভূক্ত ৩ জনকে গ্রেফতার করেন। সম্পাদনা: সাদেক আলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়