আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে যদিও টিকা ভূমিকা রাখছে, তবু মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য পদক্ষেপ এখনো গুরুত্বপূর্ণ। বিবিসি
[৩] সব ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুরোদমে চালুও করতে যাচ্ছে টেক্সাস ও মিসিসিপি অঙ্গরাজ্য। অন্যান্য রাজ্য কর্তৃপক্ষও করোনা সংক্রমণ রোধে নেওয়া বিধিনিষেধের কিছু কিছু শিথিল করার ঘোষণা দিয়েছে। বাইডেন বলেন, ‘ টিকাদান করোনা প্রতিরোধে নেওয়া জনস্বাস্থ্যসংক্রান্ত পদক্ষেপগুলো তুলে নেওয়ার কারণ হতে পারে না। তাই সব ঠিক আছে, মাস্ক খুলে ফেলো, ভুলে যাও’ নিয়েনডারথাল বা গুহামানবদেরমতো এসব ধারণা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের ভাবা দরকার। মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা এখনো গুরুত্বপূর্ণ।’ এনপিআর
[৫] বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত থাকা ও এটির অত্যন্ত সংক্রামক ধরনগুলোর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তারা বলেছেন, এসব বিষয় দেশে করোনার টিকাদান কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেছেন, ‘সব বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখনো হয়নি। করোনা মহামারি কোন দিকে যাচ্ছে, তা বুঝতে আগামী এক বা দুই মাস প্রকৃত অর্থেই খুব গুরুত্বপূর্ণ।’
[৬] মিসিসিপির গভর্নর টেট রিভসবলেছেন, ‘মিসিসিপিবাসীর অন্যের সিদ্ধান্তের প্রয়োজন নেই। সংক্রমণ কমে আসায় তারা নিজেরা তাদের পছন্দ নির্ধারণ করতে ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।’