মাসুদ আলম : [২] বুধবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আবুল খায়ের নামে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
[৩] রাতে সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নং এসভি-৮০৪ এর মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। খায়ের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।