শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৬ দফা দাবি আদায়ে বিজেএমসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে পাটকল শ্রমিকরা

রিয়াজুর রহমান :[২] বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের আঞ্চলিক কার্যালয় (বিজেএমসি) ভবন ঘেরাও করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা।

[৩] এসময় আন্দোলনরত শ্রমিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচারের মুখে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদ‘র মৃত্যুর পর নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছিলেন পাটকল শ্রমিক নেতা রুহুল আমিন। তারপর ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গেল সোমবার (১ মার্চ) তাকে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতের কাছে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৪] শ্রমিকরা দাবি করেছেন, রুহুল আমিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অজুহাত মাত্র। মূলত রুহুল আমিন কয়েক বছর ধরে সারা দেশের পাটকল ও চিনিকলের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে যেভাবে আন্দোলনকে তুঙ্গে নিয়ে গিয়েছেন, সেটাই সরকারের মাথাব্যথার মূল কারণ।

[৫] অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের কালাকানুন বাতিল করে বাংলাদেশের পাটকল রক্ষা আন্দোলনের নেতা রুহুল আমিনকে মুক্তি না দেওয়া হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

[৬] শ্রমিকদের ঘোষিত অন্যান্য দাবি হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ থাকা পাটকল চালু করতে হবে, বদলি শ্রমিকদের পাওনা বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে, ২০১৯ সালের বকেয়া পরিশোধ করতে হবে, লকডাউনের সময়ে শ্রমিক মজুরি পরিশোধ করতে হবে।

[৭] পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক ছাত্র-জনতা ঐক্য চট্টগ্রাম জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আমি আব্বাস এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিভিন্ন নারী শ্রমিকরা বক্তব্য রাখেন।

[৮] পরে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বিজেএমসি আঞ্চলিক কর্মকর্তাকে একটি স্মারকলিপিও প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়