মহিউদ্দিন আহমেদ, ফেসবুক থেকে, ইচ্ছার বিরুদ্ধে জোর-জবরদস্তি করে ওয়াজ, রাজনৈতিক বক্তৃতা, গানবাজনা শোনানো অপরাধ। পাবলিক প্লেসে ও আউটডোরে মাইক্রোফোনের ব্যাবহার নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই যন্ত্রণা থেকে নিরীহ মানুষদের মুক্তি দিন। আপনার বলার অধিকার আছে। আমার না শোনার অধিকার আছে। যা খুশি, ইনডোরে বা নিজের বাড়িতে করুন। তাই বলে মামলা করবেন না যে, আপনার অনুভূতিতে আঘাত লেগেছে। অনুভূতিওয়ালাদের তো এখন বেশ রমরমা।
ইউটিউবে যান। টিভি চ্যানেল ভাড়া করুন। পত্রিকায় বিজ্ঞাপন দিন। আপনাদের বোলচাল ফেরি করার তো আরও অনেক উপায় আছে।