কূটনৈতিক প্রতিবেদক: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বিমসটেকের নবনিযুক্ত মহাপরিচালক তেনজিন লেখফেল।
[৩] বুধবার বিমসটেকের মহাপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাঙ্গে গণভবনে সাক্ষাৎকালে এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আশা করেন যে সামনের দিনগুলোতে কোভিড পরিস্থিতি আরও উন্নত হবে।
[৪] ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভুটানের ভূমিকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটানই প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
[৫] বৈঠককালে বিমসটেকের নতুন মহাপরিচালক প্রধানমন্ত্রীকে তার দেশের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।