রাইসুল ইসলাম: [২] নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিকের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
[৩] কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১২ টায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
[৪] কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, অর্থ সম্পাদক দিলীপ গৌর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
[৫] সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সম্পাদনা: হ্যাপি