শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারুণ্য নির্ভর জিম্বাবুয়ে, আজ প্রথম টেস্ট

স্পোর্টস ডেস্ক : [২] আজ মঙ্গলবার (২ মার্চ) থেকে আবুধাবিতে থেকে শুরু হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। সাদা পোশাকে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। অবশ্য আফগানদের বিপক্ষে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছেনা জিম্বাবুয়ে।

[৩] তাদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছে বেশকিছু নতুন মুখ। আর তারুণ্যে ভরা এই দল নিয়েই আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। এমনটাই মনে করেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া ওয়েসলি মাধেভেরে।

[৪] ২০ বছর বয়সী মাধেভেরে ওয়ানডে-টি-টোয়েন্টিতে খেললেও এখনো হননি অনভিষিক্ত সাদা পোশাকে। ব্রেন্ডন টেইলর, ক্রেইগ এরভিনদের মতো নিয়মিত মুখ এই সিরিজে না থাকায় আফগানদের বিপক্ষেই সম্ভবত টেস্টে অভিষেক হতে যাচ্ছে এই ক্রিকেটারের। আর আফগান সিরিজে সিনিয়র ক্রিকেটারদের এই অনুপস্থিতিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মিডল অর্ডারের এই ব্যাটসম্যান।

[৫] গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। ২০০৬ সালের পর থেকে প্রথম ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের হয়ে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষেও অর্ধশতকের দেখা পান এই উদীয়মান তরুণ ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজে তার ওপর থাকবে প্রত্যাশার চাপ।

[৬] আবুধাবিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ মার্চ। আর চলতি মাসের শেষের দিকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়