শিরোনাম
◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারুণ্য নির্ভর জিম্বাবুয়ে, আজ প্রথম টেস্ট

স্পোর্টস ডেস্ক : [২] আজ মঙ্গলবার (২ মার্চ) থেকে আবুধাবিতে থেকে শুরু হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। সাদা পোশাকে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। অবশ্য আফগানদের বিপক্ষে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছেনা জিম্বাবুয়ে।

[৩] তাদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছে বেশকিছু নতুন মুখ। আর তারুণ্যে ভরা এই দল নিয়েই আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। এমনটাই মনে করেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া ওয়েসলি মাধেভেরে।

[৪] ২০ বছর বয়সী মাধেভেরে ওয়ানডে-টি-টোয়েন্টিতে খেললেও এখনো হননি অনভিষিক্ত সাদা পোশাকে। ব্রেন্ডন টেইলর, ক্রেইগ এরভিনদের মতো নিয়মিত মুখ এই সিরিজে না থাকায় আফগানদের বিপক্ষেই সম্ভবত টেস্টে অভিষেক হতে যাচ্ছে এই ক্রিকেটারের। আর আফগান সিরিজে সিনিয়র ক্রিকেটারদের এই অনুপস্থিতিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মিডল অর্ডারের এই ব্যাটসম্যান।

[৫] গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। ২০০৬ সালের পর থেকে প্রথম ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের হয়ে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষেও অর্ধশতকের দেখা পান এই উদীয়মান তরুণ ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজে তার ওপর থাকবে প্রত্যাশার চাপ।

[৬] আবুধাবিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ মার্চ। আর চলতি মাসের শেষের দিকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়