শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারুণ্য নির্ভর জিম্বাবুয়ে, আজ প্রথম টেস্ট

স্পোর্টস ডেস্ক : [২] আজ মঙ্গলবার (২ মার্চ) থেকে আবুধাবিতে থেকে শুরু হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। সাদা পোশাকে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। অবশ্য আফগানদের বিপক্ষে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছেনা জিম্বাবুয়ে।

[৩] তাদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছে বেশকিছু নতুন মুখ। আর তারুণ্যে ভরা এই দল নিয়েই আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। এমনটাই মনে করেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া ওয়েসলি মাধেভেরে।

[৪] ২০ বছর বয়সী মাধেভেরে ওয়ানডে-টি-টোয়েন্টিতে খেললেও এখনো হননি অনভিষিক্ত সাদা পোশাকে। ব্রেন্ডন টেইলর, ক্রেইগ এরভিনদের মতো নিয়মিত মুখ এই সিরিজে না থাকায় আফগানদের বিপক্ষেই সম্ভবত টেস্টে অভিষেক হতে যাচ্ছে এই ক্রিকেটারের। আর আফগান সিরিজে সিনিয়র ক্রিকেটারদের এই অনুপস্থিতিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মিডল অর্ডারের এই ব্যাটসম্যান।

[৫] গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। ২০০৬ সালের পর থেকে প্রথম ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের হয়ে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষেও অর্ধশতকের দেখা পান এই উদীয়মান তরুণ ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজে তার ওপর থাকবে প্রত্যাশার চাপ।

[৬] আবুধাবিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ মার্চ। আর চলতি মাসের শেষের দিকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়