শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৫:৪৭ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফেল টাওয়ার, গাছ ও লেপকে বিয়ে করে সুখী এই নারীরা!

ডেস্ক রিপোর্ট : বিয়ে মানেই দুটি মানুষের একসঙ্গে পথ চলার অঙ্গীকার। কিন্তু ধরুন আপনার স্বামীটি মানুষ না হয়ে কোনো গাছ বা কম্বল বা অন্য কোনো জড়বস্তু হলো। ভাবতে পারবেন এটা? মেনে নিতে পারবেন সেই বস্তুকে স্বামী হিসেবে? এই নারীরা কিন্তু এমনভাবেই বিয়ে করেছে। তাদের এই জীবনযাত্রা ও বিয়ের ধরণ অবাক করবেই।

১. আইফেল টাওয়ারকে বিয়ে: প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেই নিজের মন দিয়েছেন এই মহিলা। ইতালিয়ান এরিকা আয়া ২০০৭ সালে এক অদ্ভুতভাবে বিয়ে করলেন এই টাওয়ারকে। আমেরিকা এবং ইটালি দুই দেশেরই নাগরিকত্ব নিয়েছেন তিনি। সময় পেলেই নিজের স্বামীর সঙ্গ পেতে ছুটে যান তিনি।

২. গাছকে বিয়ে: আমরা অনেকেই প্রকৃতিপ্রেমী হয়ে থাকি। কিন্তু তাই বলে গাছকেই বিয়ে করে বসব কি? এই মহিলা সত্যি প্রেমিকা হয়ে উঠলেন একটি গাছের। ইংল্যান্ডের রিমরোজ ভ্যালি কান্ট্রি পার্কের বগাছ কাটাকে আটকাতে একটি গাছকে রীতিমতো বিয়ে করলেন এই মহিলা। ২০১৯ সালে বিয়ে করেন কেট। শুধু তাই নয়, সবাইকে চমকে দিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে তিনি নিজের প্রথম বিবাহ বার্ষিকীও পালন করেছেন।

৩. জলদস্যুর প্রেতাত্মাকে বিয়ে: ভূতকে কখনো বিয়ে করার ভাবনা আসবে আপনার মাথায়? কিন্তু ভাবলেও অবাক লাগে যে এই মহিলা তার সঙ্গেই সুখের সংসার করেছেন এক সময়ে। আবার অন্তরঙ্গও হয়েছেন তিনি আত্মাটির সঙ্গে। ৪৬ বছরের আমান্দা বিয়ে করেন ১৮ শতকের এক জলদস্যুর প্রেতাত্মাকে। তবে বিয়ের কিছু সময় পর নাকি তাদের মধ্যেকার সম্পর্ক আর তেমন ভালোবাসার থাকে না। তাই আলাদা থাকা শুরু করেন। শেষে আবার বিচ্ছেদও হয়ে যায় তাদের।

৪. লেপকে বিয়ে: যুক্তরাজ্যের বাসিন্দা প্যাস্কেল সেলিক তার লেপকে বিয়ে করার পরিকল্পনা করেছেন। তার মতে লেপের সঙ্গেই তার অন্তরঙ্গতা জমে সবচেয়ে বেশি। তাছাড়া একে জড়িয়ে তিনি তার মনের কথা বলতেও পারেন। বিয়ের সময় তিনি গাউন পরলেও স্বামী বিয়ের আসরে কী পরবে তা তিনি সাসপেন্স ।রাখতে চেয়েছেন।
সূত্র-কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়