শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৪:২১ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মহত্যার আগে আয়েশার ভিডিও বার্তা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: মানুষের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে আনন্দ-বেদনা বয়ে বেড়ায়। কেউ নিজের আনন্দ প্রকাশে বিভিন্ন মাধ্যম বেছে নেন। আবার অনেকের মনে লুকিয়ে রাখা বেদনা জমতে জমতে পাহাড় সম হয়ে যায়। আর যখন নিজের জীবন শেষ করতে বেছে নেন ভুল পথ। কেউ বা শত কষ্ট ও বেদনা সামলিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের আমদাবাদের সবরমতী নদীর ওপর ব্রিজে।

একটি মেয়ে নিজের জীবন শেষ করতে ভিডিও করছেন হাসিমুখে। হাসির পেছনে লুকিয়ে রাখা কষ্ট যেন কেউ বুঝতে পারেন না। তাইতো মেয়টি বলছেন ‘যে সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এর জন্য কেউ আমাকে চাপ দেয়নি। বুঝলাম আল্লাহ আমাকে ছোট্ট জীবনই দিয়েছেন। বাবা, তুমি আর কত লড়বে? মামলা তুলে নাও। যে স্বাধীনতা চায়, তাকে মুক্ত করে দাও। আমি আমার জীবন শেষ করতে চলেছি। আল্লাহর সঙ্গে দেখা হবে ভেবে আমি খুশি। দেখা হলে তাকে জিজ্ঞাসা করব, আমি কী ভুল করেছি? আমার দোষ কী? এই সুন্দর একলা নদীর কাছে আমার অনুরোধ, আমাকে যেন এই নদী নিজের মধ্যে প্রবেশ করতে দেয়। আমি হাওয়ার মতো উড়ে যেতে চাই। ভেসে যেতে চাই।’

কথাগুলো আয়েশার। আত্মহত্যা আগে একটি ভিডিও’র মাধ্যমে বলে গেছেন তিনি। কথাগুলোর বলার সময় আয়েশার মুখে কোনও গ্লানি ছিল না, বরং হাসতে হাসতেই মৃত্যুর পথ বেছে নেন তিনি।

আয়েশার ভিডিওটি সামাজিক যোগযোগমাধ্যমে এখন ভাইরাল। তার মৃত্যুর কারণ যৌতুক। নিজের ইচ্ছাতেই জীবন শেষ করছেন বলে আয়েশা জানালেও তার বাবার অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত ঝামেলার জেরেই আত্মহত্যা করেছেন তার মেয়ে। পুলিশ ঘটনাটি তদন্ত করা শুরু করেছেন। সূত্র: আনন্দবাজার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়