শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌন হয়রানির অভিযোগকে ‘অযাচিত চাঞ্চল্য’ বলে উড়িয়ে দিলেন কুমো

রাশিদুল ইসলাম : [২] নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুমো তার সাবেক দুই সহকর্মী লিন্ডসে বয়েলান ও শার্লোট বেনেটকে যৌন হয়রানির জন্যে ক্ষমা চাইলেও তা ‘অযাচিত চাঞ্চল্য’ বলে উড়িয়ে দিলেন। বিষয়টিকে অনেকটা কৌতুক হিসেবেই দেখছেন কুমো। এক বিবৃতিতে কুমো এও বলেন যেভাবে আমার আচরণকে ব্যাখ্যা করা হয়েছে সেজন্যে ক্ষমা চাচ্ছি। স্পুটনিক/ফোর্বস

[৩] বিবৃতিতে কুমো আরো বলেন আমি এখন বুঝতে পারছি আমার আচরণ খুবই সংবেদনশীল ছিল যা ব্যক্তিগতভাবে আমার মিথস্ক্রিয়াগুলো ও কিছু বক্তব্য আমার অবস্থানকে অন্যের কাছে এমন অনুভব সৃষ্টি করেছে যা আমার অভিপ্রায় ছিল না।

[৪] কুমো বলেন মানুষের ব্যক্তিগত জীবন, তাদের সম্পর্ক, কেউ বিবাহিত নাকি অবিবাহিত সম্পর্কে জানতে চাওয়া অপরাধ হতে পারে না। বরং এ নিয়ে অভিযোগ তুলে অযথা গুরুত্ব দেওয়া হচ্ছে।

[৫] কুমো এও বলেন কাজের সময় আমি রসিকতা বা কৌতুক করি। আমার মনে হয় এটি মজার। আমি আমার স্বভাবজাত পদ্ধতিতেই এটি করি।

[৬] তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি ও ডেমোক্রেটিক রিপ্রেজেন্টিটিভ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ মনে করেন কুমোর এধরনের আচরণের বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ যা অবশ্যই শোনা উচিত, মর্যাদা ও সন্মানের সঙ্গে তা বিবেচনা করে দেখা উচিত।

[৭] ওকাসিও এও বলেন কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত করতে বলাও বেদনাদায়ক।

[৮] লিন্ডসে বয়েলানের অভিযোগ কুমো তার সঙ্গে ‘স্ট্রিপ পোকার’ খেলতে চেয়ে চুমু খেয়েছিলেন যা তিনি চাননি। কুমোর বিরুদ্ধে শার্লোটের অভিযোগ তিনি তার কাছে নারী পুরুষের মধ্যেকার বয়সের ব্যবধান ইস্যু মনে করেন কি না এবং এধরনের কোনো অভিজ্ঞতা তার রয়েছে কি না তা জানতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়