শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক

নুরনবী সরকার: সীমান্তে চোরাচালান ও অপরাধ হ্রাস করতে  লালমনিরহাটে ব্যাটালিয়ান কমান্ডার পর্যয়ে পতাকা বৈঠক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাটের ঝাউরানী বিওপি'র ৯১২/৩ এস পিলারের একশত গজ ভারতের অভ্যান্তরে কাইতারবাড়ী  সিতাইে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের কার্যালয় সুত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ হ্রাস করতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা স্ব স্ব বাহিনীর পক্ষে নেত্বত্ব দেন।

ঘন্টা ব্যাপী এ পতাকা বৈঠকে সীমান্তে নজরদারী বদ্ধি করা, সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে  বিএসএফ /ভারতীয় নাগরিক কর্তক বাংলাদশী নাগরিককে আহত না করা, উভয় দেশের সীমান্তবর্তী জনসাধারণের জমির ফসল নষ্ট না করা, চোরাচালান প্রতিরাধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তঃ সীমান্ত অপরাধ হ্রাস করতে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এছাড়াও উভয় বাহিনীর মধ্য বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত  এলাকায় সৃষ্ট যেকোন অনাকাখিত ঘটনা একে অপরের সার্বিক সহযাগিতা ও যোগাযোগের  মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরা সুদৃঢ় করার ব্যাপার উভয় পক্ষ সম্মত হয়েছেন বলে বিজিবি ১৫ ব্যাটালিয়নের প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

ভারতের অভ্যান্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র ১১ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম এবং ভারতীয় ১১ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১০০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যাট শ্রী অভিনাশ রঞ্জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়