শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক

নুরনবী সরকার: সীমান্তে চোরাচালান ও অপরাধ হ্রাস করতে  লালমনিরহাটে ব্যাটালিয়ান কমান্ডার পর্যয়ে পতাকা বৈঠক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাটের ঝাউরানী বিওপি'র ৯১২/৩ এস পিলারের একশত গজ ভারতের অভ্যান্তরে কাইতারবাড়ী  সিতাইে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের কার্যালয় সুত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ হ্রাস করতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা স্ব স্ব বাহিনীর পক্ষে নেত্বত্ব দেন।

ঘন্টা ব্যাপী এ পতাকা বৈঠকে সীমান্তে নজরদারী বদ্ধি করা, সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে  বিএসএফ /ভারতীয় নাগরিক কর্তক বাংলাদশী নাগরিককে আহত না করা, উভয় দেশের সীমান্তবর্তী জনসাধারণের জমির ফসল নষ্ট না করা, চোরাচালান প্রতিরাধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তঃ সীমান্ত অপরাধ হ্রাস করতে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এছাড়াও উভয় বাহিনীর মধ্য বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত  এলাকায় সৃষ্ট যেকোন অনাকাখিত ঘটনা একে অপরের সার্বিক সহযাগিতা ও যোগাযোগের  মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরা সুদৃঢ় করার ব্যাপার উভয় পক্ষ সম্মত হয়েছেন বলে বিজিবি ১৫ ব্যাটালিয়নের প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

ভারতের অভ্যান্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র ১১ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম এবং ভারতীয় ১১ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১০০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যাট শ্রী অভিনাশ রঞ্জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়