শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম ইকবাল

মাহিন সরকার: [২] বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল দেশের অন্যতম সেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। সেভেন রিংস্ সিমেন্টের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর তাহ্মিনা আহমেদ।

[৩] চুক্তি স্বাক্ষরের পর অধিনায়ক তামিম ইকবাল বলেন, সেভেন রিংস্ সিমেন্টের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। সেভেন রিংস্ সিমেন্টই একমাত্র সিমেন্ট কোম্পানি যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। আমি আরো গর্বিত এটা জেনে যে বাংলাদেশের বাইরেও সিমেন্ট রপ্তানি করছে সেভেন রিংস্ সিমেন্ট। যে লক্ষ্য নিয়ে সেভেন রিংস্ সিমেন্ট এগিয়ে যাচ্ছে, আমি আশা করি খুব শীগ্রই সেভেন রিংস্ সিমেন্ট বাংলাদেশের মার্কেট লিডার হবে।

[৪] সেভেন রিংস্ সিমেন্টের ডিরেক্টর তাহ্মিনা আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের অধিনায়ক তামিম ইকবালকে সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত।

[৫] হংকং ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান শুন্ শিং গ্রুপের স্বনামধন্য সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্ট বিগত তিন দশক ধরে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সিমেন্ট উৎপাদন ও সরবরাহ করে আসছে। তিন দশকের অভিজ্ঞতায় সেরা কাঁচামাল সংগ্রহ, অত্যাধুনিক টেকনোলজিতে সিমেন্ট উৎপাদন ও গুনগত মান নিয়ন্ত্রণ এবং নির্ভরযোগ্য দ্রুত সরবরাহ ব্যবস্থা সেভেন রিংস্ সিমেন্টের প্রতি ভোক্তাদের সর্বোচ্চ আস্থা নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়