শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. লেলিন চৌধুরী: লেখকের মৃত্যু এবং কতিপয় প্রশ্ন?

ডা. লেলিন চৌধুরী: ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মারা গেলেন জেলবন্দী লেখক মুশতাক আহমদ। ২০২০ সালের মে মাসে ডিজিটাল আইনে তাকে আটক করা হয়। তিনি কীভাবে মারা গেলেন? যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘মুশতাক কীভাবে মারা গেছেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে তিনি রাষ্ট্রের হেফাজতে ছিলেন, তার দায়িত্ব নিয়েছিলো সরকার- এই মৃত্যুর-হত্যার দায় সরকারের...’। গ্রেপ্তার হওয়ার পর তার জামিন আবেদন বারবার প্রত্যাখাত হয়েছে। দেশে চোর, ডাকাত, সন্ত্রাসী, ভয়ংকর খুনিরা জামিন পায়, লেখক, কার্টুনিস্টের জামিন হয় না। কী প্রচণ্ড ভয় লেখক শিল্পীকে! লেখক হিসেবে মুশতাক আহমদ কি খুব জনপ্রিয় ছিল?

আমার ধারণা হচ্ছে, গ্রেপ্তার হওয়ার আগে মুশতাককে খুব বেশি মানুষ জানতো না বা পড়তো না। গ্রেপ্তারের পর তাঁর পাঠক সংখ্যা অনেক বেড়ে যায়। অভিযোগ এবং গ্রেপ্তারের কারণ অনুধাবন করার জন্য প্রচুর পাঠক মুশতাকের লেখা খুঁজতে শুরু করে। তাঁর মৃত্যু/হত্যার পর এই সংখ্যা লাখ লাখ হয়ে যাবে। শারীরিকভাবে একজন লেখক বা শিল্পীকে নিশ্চিহ্ন করা হলে/করার চেষ্টা হলে সে লক্ষগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে। এটা প্রমাণিত সত্য। যে-আইনে লেখক-শিল্পীদের কণ্ঠরোধ করা হয় সে-আইন সভ্যতাবিরোধী। সেটি জারি থাকতে পারে না। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সাতদিনের মধ্য তদন্ত-রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক। অন্যায় শুধু অন্যায়ের বিস্তার ঘটায়। প্রতিটি অন্যায়ের প্রতিকার বিধানের মধ্য দিয়েই কেবল ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব। লেখক : প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ

  • সর্বশেষ
  • জনপ্রিয়