শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং (জেসিআই) কসমোপলিটনের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর

রিয়াজুর রহমান: তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে চেইন হ্যান্ডওভারের (দায়িত্ব হস্তান্তরের) এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি শাহিদুল মোস্তফা চৌধুরী মিজান নতুন কমিটির সভাপতি মো. টিপু সুলতান শিকদারের কাছে চেইন হ্যান্ডওভার (দায়িত্ব হস্তান্তর) করেন।

এতে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, দেশের তরুণরা স্বপ্ন দেখার পাশাপাশি নেতৃত্বও সৃষ্টি করছে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের তরুণরা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরণে নেতৃত্ব সৃষ্টি করছে। উন্নত জাতির বুনিয়াদ আছে, অতীত আছে । আমাদের জাতি অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছে। জাতির পিতার নেতৃত্বে ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার স্তম্ভ ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। বিকৃত ইতিহাস পড়ে শিশুরা বড় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ক্ষুধা, দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন।

গেস্ট অব অনার হিসেবে থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার। একসময় চট্টগ্রাম ব্যবসার ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়েছে। সেটা যেন আবার ফিরিয়ে আনতে পারি। চট্টগ্রামকে সুন্দর পরিকল্পিতভাবে গড়তে হলে সকলের দায়িত্ব রয়েছে। আমি ব্যবসায়ী, বুদ্ধিজীবী, ডাক্তার, পরিকল্পনাবিদ সবার পরামর্শ নিতে চান। টেকসই উন্নয়নের জন্য যদি গ্রহণযোগ্য পরামর্শ হয় কাজে লাগাব। তরুণ ব্যবসায়ীদের আহ্বান জানাব চট্টগ্রামকে গড়ে তুলতে দায়িত্ব পালন করুন। এ শহর আপনার আমার সবার বলে উল্লেখ করেন তিনি।

তরুণ উদ্যোক্তাদের পক্ষ থেকে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোরশেদ এলিট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামে প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করে বলেন, আজ থেকে আট বছর আগে আমরা একসাথে হয়ে তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম করতে চেয়েছি‌। এ জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) নিয়ে আমাদের বোর্ড মেম্বারদের বোঝাতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। ঘরে এনে দাওয়াত দিয়ে বুঝাতে হয়েছে। আমরা সেদিন এ প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি বলে আজকে আমরা এতোগুলো ইয়াং লিডার পেয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়র চেস্বার চট্টগ্রামের নব নির্বাচিত সভাপতি টিপু সুলতান সিকদার।

এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

এসময় নতুন কমিটির নির্বাহী সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এসএম ইশতিয়াক উর রহমান, সহ-সভাপতি রাজু আহমেদ, মোহাম্মদ জালাল হোসেন, সাধারণ সম্পাদক আবু বকর সাহেদ, কোষাধ্যক্ষ মো. আশরাফ বান্টি, জেনারেল লিগ্যাল কনসাল জেসির চৌধুরী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট মোহাম্মদ রুবায়েল শাফি, পরিচালক আয়াজ ইসলাম চৌধুরী, মো. আবু তৈয়ব, মোহাম্মদ ইসমাইল, সুদর্শন দেবাশীষ দাশ, ইঞ্জিনিয়ার এমএন আব্বাস আদনান ও মীর মোহাম্মদ নাসির এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন বিদায়ী সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়