সালেহ্ বিপ্লব: [২] জো বাইডেন ক্ষমতায় আসার পর বহির্বিশ্বে আমেরিকার এটাই প্রথম হামলা। সিএনএন
[২] পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে পশ্চিম সিরিয়ায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। জেরুজালেম পোস্ট
[৩] বিবৃতিতে মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেন মার্কিন জনগণ ও বন্ধুপ্রতিমদের রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা স্ব-উদ্যোগে পশ্চিম সিরিয়া ও ইরাকে চলমান সংঘাত কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। ইউএস নিউজ
[৪] সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে আরব নিউজ জানায়, হামলায় ইরান-সমর্থিত ১৭ জন যোদ্ধা মারা গেছেন।