শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশের জন্য গাইতে গিয়ে মিউজিক আর কনসার্টের ইতিহাসকেই বদলে দিয়েছিলেন জর্জ হ্যারিসন

আসিফুজ্জামান পৃথিল: [২] রক কনসার্টের ইতিহাসের শ্রেষ্ঠতম কনসার্ট ফর বাংলাদেশ, বললেন কিংবদন্তী গীতিকার গ্রেম থম্পসন।

[৩] গত ৫০ বছরের মধ্যে কনসার্ট ফর বাংলাদেশকেই রক ঘরানার শ্রেষ্ঠতম আয়োজন বলে মনে করেন থম্পসন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সেদিনের সন্ধ্যার স্মৃতিচারণ করেছেন তিনি।

[৪]এরিক ক্ল্যাপটন কেবল লন্ডন থেকে ফিরেছেন। হেরোইন তাকে শেষ করে দিয়েছে। নিউ ইয়র্কে এসেই তিনি হেরোইনের চাহিদায় কাঁপছেন। কেউ একজন গেছে, তার জন্য নেশার সামগ্রী জোগাড় করতে। দীর্ঘদিন গান না গাওয়া বব ডিলান প্রচণ্ড নার্ভাস হয়ে আছেন। এমনকি তিনি স্টেজ থেকে পালানোর চেষ্টা করছিলেন। অবশেষে সমসাময়িক সঙ্গীত মহারথীরা সবাই এক ছাদের তলায় এক হলেন। তারা গাইলেন সদ্য জন্ম নেওয়ার প্রসব বেদনায় ভুগছে এমন এক দেশ বাংলাদেশের জন্য। জন্ম নিলো কনসার্টের নতুন এক ইতিহাসের। জিকিউ ম্যাগাজিন ।

[৪] সবাই জানতেন নিজ জায়গায় শ্রেষ্ঠতম ব্যক্তিদের এক ছাদের তলায় আনলে সমস্যা হবে। এই সমস্যা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জর্জ হ্যারিসন। তিনি পরে থম্পসনকে বলেন, ‘শো এর আগের রাতে আমাকে চতুরতার আশ্রয় নিতে হয়েছিলো। আমরা শোয়ের জায়গাটায় যাই। এরিকের অবস্থা ভালো ছিলো না। ডিলান পালানোর পরিকল্পনা করছিলো। বব আমাকে বলে, আমার মনে হয়না, আমি এটা করতে পারবো। নিউ জার্সিতে করার মতো অনেক কাজ পড়ে আছে আমার। আমি তাকে বলি, আমাকে এসব বলবে না। আমি সবসময়ই একটা ব্যান্ডে ছিলাম। আমি জানি একসঙ্গে গান গাওয়া সহজ নয়। তবে, তুমি কঠিন কাজটি করবে। বাংলাদেশের যে মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাদের জন্য গাইবে। আমার কথায় কাজ হয়। সেদিন বব নিজের জন্য ব্লোয়িন ইন দ্য উইন্ড গায়নি। বাংলাদেশ নামে এক অচেনা দেশের অচেনা মানুষদের জন্য গেয়েছে।’ সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়