মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বারাদী বাজারের কয়েকটি দোকানে এ অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
[৩] অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি টিম।
[৪] অভিযোগ সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে আনোয়ার বীজ ভান্ডারের ৩ হাজার টাকা, আবু বকর এন্ড সন্স ১ হাজার টাকা, তাহের হোটেল ১ হাজার টাকা এবং খোকা ফার্মেসীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সম্পাদনা: সাদেক আলী