দেবদুলাল মুন্না:[২] এর আগে টিকটক মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া ভিডিওগুলো সরিয়েছিল। এবার করোনাকে নিয়ে সরানো হয়েছে বলে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার টেক জায়ান্ট এ সংস্থার মিডিয়া নির্বাহী নেনে রড্রিক্স এ কথা জানান। খবর ডিজিনেট ও টেকডটনেট।
[৩] ভুয়া তথ্য রোধে কঠোর অবস্থানে রয়েছে টিকটক।শর্ট ভিডিও সেবাটি নানা সমালোচনার ভিড়েও নিজেদেরকে সামলে রাখতে জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের সর্বশেষ রিপোর্টে জানা গেছে, করোনা নিয়ে ভুয়া তথ্য সমৃদ্ধ ভিডিও যেগুলো তৃতীয় পক্ষে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। এসব ক্লিপে অপ্রমাণিত বিষয়কে সত্য হিসেবে দাবি করা হয়েছে।
[৪] টিকটক জানিয়েছে, ৮৭ শতাংশ ক্লিপ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই সরানো হয়েছে। এছাড়া যখন এসব ভিডিও সরানো হয় তখন ৭১ শতাংশেরই কোনো ভিউ ছিলো না।