শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গোলাপি বলের টেস্টে ১৩ রানে পিছিয়ে প্রথম দিন শেষে করেছে ভারত

স্পোর্টস ডেস্ক : [২]গোলাপি বলের টেস্টের প্রথম দিন আধিপত্য থাকলো ভারতের হাতে। তৃতীয় টেস্টে স্পিনারদের কাছে নাকানিচুবানি খাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতেও ছড়ি ঘুরাচ্ছে স্বাগতিকরা। রোহিত শর্মার ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ৯৯ রানে দিনের খেলা শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে এখনও তারা ১৩ রানে পিছিয়ে।

[৩]আহমেদাবাদের মোতেরায় নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু এই সিদ্ধান্ত উল্টো ভারতের পক্ষে গেছে। গোধূলির আগেই ১১২ রানে শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস।

[৪]স্বাগতিক দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ধসে পড়া ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ররি বার্নসের বদলে ওপেনিংয়ে নামা জ্যাক ক্রলি। আর মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। রুটের ব্যাটে আসে দ্বিতীয় সেরা ১৭ রান। এছাড়া বেন ফোকস ১২ ও জোফরা আর্চার ১১ রান করেন।

[৫]ঘরের ছেলে অক্ষর ৩৮ রান দিয়ে নেন ৬ উইকেট। প্রথম দুই টেস্টেই পাঁচ উইকেটের রেকর্ড গড়ে পাশে বসেন ভারতের সাবেক দুই বোলার মোহাম্মদ নিসার ও নরেন্দ্র হিরওয়ানির পাশে। তিনটি উইকেট নেন অশ্বিন। শততম টেস্টে নেমে খালি হাতে ফেরেননি পেসার ইশান্ত শর্মা, তার শিকার একটি উইকেট।

[৬]জবাব দিতে নেমে ১০ উইকেট হাতে রেখেই ডিনারে যায় ভারত। সব ঠিকঠাক চলছিল। কিন্তু আর্চার ও জ্যাক লিচ কাঁপান স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। ৩৩ রানে উদ্বোধনী জুটি ভাঙা দলটির দলীয় স্কোর ৩৪ রানে নেই ২ উইকেট। ৬ বলের মধ্যে শুভমান গিল (১১) ও চেতেশ্বর পুজারা (০) ফিরে যান।

[৭]৬৩ বলে ফিফটি করে এই ধাক্কা সামলে নেন রোহিত, তার সঙ্গে হাল ধরেন বিরাট কোহলি। দিনের খেলা শেষ হওয়ার আগে ৬৪ রানের এই জুটি ভেঙে যায়। কোহলি ২৭ রান করে লিচের কাছে বোল্ড হন। অধিনায়কের বিদায়ের পর আর চার বল মাঠে গড়িয়েছে। ৫৭ রানে অপরাজিত রোহিতের সঙ্গে অন্য প্রান্তে ১ রানে খেলছিলেন আজিঙ্কা রাহানে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়