শিরোনাম

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সৈয়দ আবুল মকসুদ, আজিমপুর গোরস্থানে দাফন

দেবদুলাল মুন্না: [৩] বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় আজিমপুর গোরস্থানে আবুল মকসুদের দাফন সম্পন্ন হয়েছে। তার ছেলে সৈয়দ নাসিফ মকসুদ এ তথ্য জানান।

[৪] এর আগে সকালে বেলা আড়াইটায় তার কফিন স্কয়ার হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। সেখানে সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজায় অংশ নিন। বিকাল তিনটার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশের পতাকা দিয়ে তাকে আচ্ছাদিত করেন। তারপর থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু করে। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

[৫] সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সমাজের বিশিষ্টজনেরাও তার মৃত্যুতে শোক জানান। এছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের সর্বস্তরের মানুষ তাকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান।

[৬] গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান সৈয়দ আবুল মকসুদ। তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ও এক পুত্র কন্যা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়