শিরোনাম
◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি : [২] নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুরে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে মো. শহীদ মিয়া (৭০) নিহত হওয়ার ঘটনায় শনিবার রাতে পারশ^বর্তী বেলাব উপজেলার ভাটেরচর এলাকার থেকে তাদের আটক করা হয়।

[৩] আটকৃতরা হলেন, বেলাব উপজেলার ভাটেরচর এলাকার কবির হোসেনের স্ত্রী রোজিনা (৪০), তার ছেলে ইমন (২০) ও রায়পুরা উপজেলার লোচনপুর এলাকার খালেক মিয়ার ছেলে বিজয় (২৪)।

[৪] হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শহীদের স্ত্রী আনোয়ারা বেগম শনিবার রাতেই রায়পুরা থানায় বাদী হয়ে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেন।

[৫] মামলার অপর আসামিরা হলেন, উপজেলার লোচনপুর এলাকার আব্দুল মন্নান মনু (৫৮), তার ছেলে নাসির উদ্দিন (৩৮), খালেক মিয়া (৫৬), তার স্ত্রী রহিমা (৫২), ছেলে আহম্মদ আলী (৩০), মৃত রমজান আলীর দুই ছেলে, ফিরুজ মিয়া (৩৫), সানি মিয়া (২৫) ও আওয়াল মিয়ার ছেলে জাকির (৩২)।

[৬] পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে শহীদ মিয়ার বিরোধ চলে আসছিল। এনিয়ে থানায় অভিযোগও করেন ভুক্তভুগী পরিবারটি। সমাধান মেলেনি। গতকাল শনিবার দুপুরে ওই জমিতে জোরপূর্বক গাছ কাটকে যান প্রতিপক্ষ দুই চাচাতো ভাই আব্দুল মন্নান মনু ও খালেক মিয়া। ওই সময় তাতে বাধা দেয় শহীদ। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মনু, খালেকসহ ১১জন মিলে শহীদকে পিটিয়ে হত্যা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

[৭] রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা (পিপিএম) বলেন, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়