রাজুু চৌধুরী: [২] মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
[৩] কর্মসূচীর মধ্যে ছিল-২১ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার নেতৃত্বে একাডেমি কার্যালয়ে অস্থায়ীভাবে স্থাপনকৃত শহীদ মিনারের প্রতিকৃতিত্বে একাডেমি, শিশু বিকাশ কেন্দ্র ও ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স (এনসিটিএফ) প্রতিনিধিদের পুস্পস্তবক অর্পণ এবং সকাল পৌণে ৯টায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।