ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দুই সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাত্র দুই ঘণ্টা আগে গত শনিবার রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে।
[৩] তারা জানিয়েছে, নতুন করে কোভিড বেড়ে যাওয়ায় সকলের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[৪] অবশ্য ডিজিসিএ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ৩৫টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই ক্ষেত্রে কুয়েত পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথাও জানিয়েছিলেন।
[৫] তারা এও জানিয়েছিলেন, কুয়েতে চিকিৎসা নিতে যাওয়া যাত্রী, শিক্ষার্থী, ১৮ বছরের কম বয়সী এবং ক‚টনৈতিক সফরকারীরা ১৪ দিনের বাধ্যমামূলক কোয়ারেন্টাইনের বাইরে থাকবেন।