শিরোনাম
◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা তালায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

মজুমদার বাপ্পী: [২] ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি-এই গানটি গাইতে পারে না উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভাষা আন্দোলনের প্রায় ৬৯ বছর পারেও সাতক্ষীরার তালা উপজেলার ৩২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ে ওঠেনি।

[৩] স্বাধীনতার ৫০ বছরে এসে দীর্ঘ প্রতীক্ষার পর তালা উপজেলার শিল্পকলা একাডেমী চত্তরে নির্মিত হয়েছে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তমঞ্চ। তাই উপজেলা সদরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারে।

[৪] উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৭০টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৫টি মাদ্রাসা, ১৩টি মহাবিদ্যালয় ও ২১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে নন এমপিও ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে, ২৮টি মাদ্রাসা ও ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই।

[৫] বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক এম ময়নুল ইসলাম বলেন, বাংলাদেশ নামক ভূখণ্ডের সকল আন্দোলন সংগ্রামের স‚তিকাগার শহীদ মিনার। আমাদের দুর্ভাগ্য যে, ভাষা আন্দোলনের প্রায় ৬৯ বছর আর দেশ স্বাধীনের ৫০ বছর পার হতে গেছে কিন্তু তালা উপজেলাসহ দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মিত হয়নি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধার পক্ষের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরধাকারী। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। তিনি যদি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করার উদ্যোগ নেন তাহলে ভাষা আন্দোনের সৌনিক ও মুক্তিযুদ্ধোরা মৃত্যুর আগে আমরা শহীদ মিনারগুলো দেখে যেতে পারবো

[৬] তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান জানান, জায়গা সংকটের কারণে কিছু কিছু স্কুলে শহীদ মিনার নির্মাণ করা কঠিন হয়ে পড়েছে। যাতে স্কুল পর্যায় থেকেই সকল শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।

[৭] তিনি আরও বলেন, যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই আমরা সে সকল প্রতিষ্ঠানের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে শহীদ মিনার না থাকলেও সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত হয়ে থাকে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়