মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালানো করতে গিয়ে ম্যাজিস্ট্রেট উপর হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আজম নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে ভ্রাম্যমান আদালতে।
[৩] শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় পৌর সদরের ৩ নং ওয়ার্ড এলাকার কবির চেয়ারম্যানের ঘাটায় এ ঘটনা ঘটে।
[৪] অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ শরীফ উল্ল্যাহ হাটহাজারী।অভিযানে সদর এলাকার বিভিন্ন স্থানে ৪টি গ্যারেজ থেকে ৫৯টি ব্যাটারি ও ৪৯টি চার্জার জব্দ করেন ম্যাজিস্ট্রেট।