শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু সাকিব নয়, আইপিএলের জন্য জাতীয় দলকে না করছেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টসহ একাধিক ক্রিকেটার

মাহিন সরকার : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চৌদ্দতম আসরে খেলার জন্য আগামী এপ্রিলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের টেস্ট ম্যাচ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে আবেদন জানিয়েছেন সাকিব আল হাসান। এমনকি বিসিবিও সাকিবকে ছুটি দিয়েছে।

[৩] এদিকে এই বিষয় নিয়ে টাইগার ভক্তদের মধ্যে চলছে নানা সমালোচনা। তবে শুধু সাকিবই নয়, আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন বিশ্বের অন্য অনেক তারকা ক্রিকেটারও। আইপিএলে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে আসন্ন ঘরের মাঠে খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টসহ একাধিক ক্রিকেটার।

[৪] আবার অন্যদিকে কিউদের বিপক্ষে ইংল্যান্ডে নিজেদের মাঠে টেস্ট সিরিজ খেলবেন না স্টোকস ও জফরা আর্চারসহ ইংল্যান্ড থেকে যারা আইপিএলে খেলবেন সেই ক্রিকেটাররা!

[৫] উল্লেখ্য এবারের আইপিএল-২০২১ আসর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে চলবে পুরো মে মাস জুড়ে। তবে এখনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেনি আইপিএল কমিটি।

[৬] এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ। তার আগে ২৬ মার্চ পর্যন্ত চলবে ওয়ানডে সিরিজ। আর মার্চের মাঝামাঝি কিংবা শেষের দিকে কোয়ারিন্টিনের জন্য ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাতে হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে উইলিয়ামসন, বোল্ট, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন এবং টিম সেইফার্টের মতো ক্রিকেটারদের পাবে না নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি) ইতোমধ্যে তাদের অনুমতি দিয়েছে।

[৭] এক বিবৃতিতে তারা জানিয়েছিল, আইপিএলের ১৪তম আসর খেলার ক্ষেত্রে দেশটির ক্রিকেটারদের বাঁধা দেবে না বোর্ড। সেক্ষেত্রে শুধু বাংলাদেশই নয় ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টেও তাদের না খেলার সম্ভাবনাই বেশি। একইভাবে এই টেস্টে খেলবেন না ইংল্যান্ডের একাধিক ক্রিকেটারও। কেননা আর্চার, বাটলার, বেন স্টোকসরা তখন রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করবেন।

[৮] এ ছাড়া জনি বেয়ারস্টে খেলবেন সানরাইজার্স হায়দরাবদের হয়ে আর মইন আলি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ইংলিশ ক্রিকেট বোর্ডও এক বিবৃতিতে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের সাদা বলে মনযোগ দেয়ার পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ফল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ইংলিশ ক্রিকেটারদের জন্য দারুণ প্রস্তুতি মঞ্চ হয়ে উঠতে পারে আইপিএল।

[৯] এদিকে সাকিবকেও ছুটি দিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সাকিব আইপিএলে অংশ নেয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার কথা জানিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। যদি কেউ খেলতে না চায় তাহলে কাউকে জোর করার কোন মানে নেই।’

[১০] নিষেধাজ্ঞার জন্য গত আইপিএল না খেললেও এবছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এর আগেও সাকিব কলকাতার হয়ে ৭ আসর খেলেছেন। সাকিব ছাড়াও আইপিএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ফিজ খেলবেন রাজস্থান রয়েলসের হয়ে। তবে মোস্তাফিজ ছুটি চেয়ে এখনো বোর্ডের কাছে আবেদন করেননি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়