মাসুদ আলম : [২] টেকনাফ থেকে পাকস্থলিতে করে ইয়াবা আনছেন এক দম্পতি। এই তথ্যে রাজধানীর মতিঝিলের আরামবাগ বাসস্ট্যান্ডে যান ডিবি গুলশান বিভাগের একটি টিম। বৃহস্পতিবার রাতে বাস থেকেই গ্রেপ্তার করা হয়েছে মকবুল বেপারী ও তার স্ত্রী রত্না বেগমকে।
[৩] পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এক্সরে করলে মকবুলের ৩ আর রত্নার পেটে মেলে আড়াই হাজার ইয়াবা। ঢাকায় আসতে এই দম্পতি ব্যবহার করেন বিলাসবহুল এসি বাস। এ কাজে বাস কর্মীদের সংশ্লিষ্টতাও পেয়েছে ডিবি।
[৪] জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ওইখানে হোটেলে উঠেছিলাম, সকালে উঠলাম বিকেলের মধ্যে কাজ শেষ করে আবার বাসে উঠলাম। আমাদের বলার পর আমরা আগ্রহী হই। ইয়াবা প্রতি পিসে ১০ টাকা করে দিয়েছে।
[৫] ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশে এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। জীবনের ঝুঁকি নিয়ে পেটে বয়ে আনা ইয়াবা পায়ুপথে বের করে, পরে তা বিক্রি করা হয়। মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী পরিবহণ সংশ্লিষ্টরাও।
[৬] জানা গেছে, গত এক সপ্তাহে ৩ চালানে সাড়ে ৫৩ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।