শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় আগ্রহ বাড়ছে করোনা টিকা গ্রহণের

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: [২] কলাপাড়া হাসপাতালে টিকা গ্রহনে জন্য বিভিন্ন পেশার নারী-পুরুষদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ টিকা নিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার ও তাঁর সহধর্মিণী সাবেক কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য প্রীতি হায়দার। এর আগে করোনা প্রতিরোধ টিকা নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

[৩] এছাড়া ঢাকা দক্ষিণ আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন কলাপাড়া হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেছে। বুধবার সকালে মহিপুর যুবলীগের অহবায়ক মিজানুর রহমান বুলেট আকন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ সময় তিনি স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের টিকা নেওয়ার জন্য আহবান জানান।

[৪] হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪২৪ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া বুধবার সাড়ে ১২ টা পর্যন্ত ২৭২৮ জন রেজিষ্ট্রেশন করেছে। তবে এ উপজেলায় মোট ৩৫০০ জন টিকা প্রদান করা হবে। উদ্ভোনের প্রথম দিনই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

[৫] এদিকে করোনা টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন জন্য কলাপাড়া থানায় বুথ চালু করা হয়েছে । বিনা খরচে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন করা হবে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।

[৬] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, গত ৭ ফেব্রুয়ারি রবিবার এ কর্মসূচির উদ্ভোধনের পর থেকেই সাধারণ মানুষের মধ্য টিকা গ্রহণের আগ্রহ আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি না হওয়ায় মানুষের মনোবল বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আগ্রহও বাড়ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়