রাজু চৌধুরী : [২] ডেঙ্গুবাহী এডিসসহ মশা নিধনে সারা বছর ওষুধ ছিটালেও কোনো কাজে আসে না। মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ। তাই ওষুধ ছিটালেও মশা কেনও মরে না তা জানতে ঢাকায় নিজেদের টিম পাঠাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
[৩] বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিটি নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
[৪] মশা নিধনে প্রয়োগকরা ঔষধ কেন কার্যকর নয় সেটি জানতে ঢাকায় টিম পাঠানো হবে। ঢাকা যে ওষুধটি ব্যবহার করছে, তার সাথে কোনো পার্থক্য রয়েছে কিনা পরীক্ষা করে দেখা হবে।
[৫] তিনি আরও বলেন, কর্মদিবসের তৃতীয় দিনে এই শহরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এটা নিয়ে কথা বলতে আমাদের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ব্রিফ করা হয়েছে, আগামী ১০০ দিনের মধ্যে ইনশাল্লাহ চট্টগ্রাম শহরকে একটি সুন্দর শহরে এবং মশা নিধনে লক্ষে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে।
[৬] সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুরাতন ভবনের কেবি আবদুস সাত্তার মিলায়তনে কর্মকর্তা ও সুপার ভাইজারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।