জেরিন আহমেদ : [২] মঙ্গলবার দিনগত রাতে নরসিংদীর বেলাবতে প্রয়াত মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনার মাটির নিচ থেকে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। সূত্র: ডিবিসি টিভি
[৩] উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে বলে ধারণা পুলিশ ও মুক্তিযোদ্ধাদের।
[৪] পুলিশ জানায়, বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনার পাশে মাটি কাটছিলেন শ্রমিকরা। একসময় মাটির নীচে একটি বক্স দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে।
[৫] ১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সূত্র: সময় টিভি